ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে কয়েকঘন্টার মধ্যেই ত্রাণ পৌছে দিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। শানিবার (৪ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ হাজার টাকা ও ২০ কেজি চাল দিয়ে সহায়তা দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রেজাউল। পূণরায় ঘর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্থ পরিবারকে দুইবান টিন দেওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: জাহেদ হাসান, ইউপি সদস্য মো: শাহজাহানসহ আরো অনেকেই।
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বলেন, তার স্বামী দেশের বাহিরে থাকে। সেখানে তিনি এখনো ভালো কোনো কাজ ধরতে পারেননি। তাই তাহমিনা নিজেই কোনোভাবে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।
আগামী নিউজ/ শামীমুজ্জামান/ তাওসিফ